সংগৃহীত উদ্ধৃতি : অন্যান্য বিদেশী মনীষী


গোর্কীলেনিনরবীন্দ্রনাথবঙ্কিমচন্দ্রঅন্যান্য ভারতীয় মানীষী । অন্যান্য বিদেশী মনীষী 


লিওনার্দো দা ভিঞ্চি

·         অঙ্কনকে যদি অবজ্ঞা করা হয়, তবে সুক্ষ্ম আবিস্কারকেও অবজ্ঞা না-করে উপায় নেই। ... সত্যি-সত্যি অঙ্কনশিল্প একটি বিজ্ঞান।

·         অভিজ্ঞতা বাদ দিয়ে কোনো কিছুরই প্রমাণ নিশ্চিত হয়না।

·         অভিজ্ঞতার আলোতে অধ্যয়ন করা হলো অনেক ভালো এবং অধিকতর মূল্যবান।

·         অঙ্কের দ্বারা যাচাই না-করে মানুষের কোনো অনুসন্ধানকেই প্রকৃত বিজ্ঞান বলা চলে না।

·         যারা আবিস্কারক, যারা প্রকৃতি ও মানুষের সম্পর্ক ব্যাখ্যাকারী তারা আরশীর সম্মুখে জীবন্ত বস্তু; যারা পরের কথা প্রচার করে, পরের রচনা মুখস্ত করে আবৃত্তি করে, তারা যেন আরশীর মধ্যে প্রতিবিম্ব; একটি আপনাতে আপনি সম্পূর্ণ, অপরটি কিছু নয়।


কার্ল মার্ক্স

·         আমি মানুষ, মানব সম্পর্কিত কিছুই আমার বাইরে নয়।

·         দার্শনিকেরা জগৎকে নানাভাবে কেবল ব্যাখ্যাই করে এসেছেন; কিন্তু আসল কথা হলো তাকে পরিবর্তিত করা।

·         নিজেকে বাঁচিয়ে রাখার জন্য এবং লেখার কাজ চালিয়ে যাবার জন্য লেখককে স্বভাবতই উপার্জন করতে হবে, কিন্তু উপার্জন করার জন্যই যে তাকে বেঁচে থাকতে ও লিখতে হবে, তা নয়।


ফ্রেডরিক এঙ্গেলস

·         লেখকের মতামত যত চাপা থাকে শিল্পকৃতির দিক থেকে ততই ভালো।

·         বাস্তবতা, আমার মতে, তুচ্ছ ঘটনার সত্যতা ছাড়াও আরো কিছু প্রতিনিধিস্থানীয় পরিস্থিতির মধ্যে প্রতিনিধিস্থানীয় চরিত্রের সত্যানুগ চিত্রণ।


জে. ডব্লিউ. ভি. গ্যয়টে

·         আমি পাপকে যেমন ঘৃণা করি, সমস্ত অনিপুণ কর্মকেও তেমনি ঘৃণা করি। সবচেয়ে ঘৃণা করি রাজনৈতিক কর্মে অনৈপুণ্য, কেননা তাতে শতলক্ষ লোক ক্ষতিগ্রস্ত হয়।

·         আমি বলি, শুধু এটুকু সাহস রাখ যাতে ইন্দ্রিয়লব্ধ জ্ঞানের কাছে আত্মসমর্পণ করতে পার। নিজেকে উচ্ছল, উন্নীত, আনন্দিত হবার সুযোগ দাও, এমনকি কোন মহতের জন্য শিক্ষিত, অনুপ্রাণিত, হবারও সুযোগ দাও, কিন্তু বিমূর্ত কোন ধারণা না-পেলেই সমস্ত ব্যর্থ মনে কোর না।

·         কবি যেখানে মানুষ, নাগরিক, সেখানে স্বদেশপ্রেমিক হতে পারেন, কিন্তু যেখানেই কোন শুভ, মহৎ, সুন্দর, সেখানেই তাঁর কবিত্বের, কবিতার স্বদেশ, তা কোনো বিশেষ দেশে বা প্রদেশে আবদ্ধ নয়।


সের্গেই আইজেনস্টাইন

·         ফ্যাশান টেঁকে না টিঁকে যায় সংস্কৃতি।

·         কখনো বা ফ্যাশানের পিছনে সংস্কৃতির যে-ধারা ক্রিয়াশীল, তা নজর এড়িয়ে যায়।


রম্যাঁ রলাঁ

·         আশা করি যতদিন বাঁচিব, থামিব না। জীবন যদি সম্মুখপানে চিরচলমান না-হয়, তবে আমার কাছে জীবন অর্থহীন।

·         বাস্তব সংগ্রামের অভিজ্ঞতাহীন ভাববাদী বুদ্ধিজীবিদের বাক্যে ও কর্মে ... অস্পষ্টতা থাকিবেই।


অ্যালবার্ট আইনস্টাইন

·         যুদ্ধ আমার কাছে এক হীন ও ন্যক্কারজনক ব্যাপার, এ রকম ঘৃণ্য ব্যাপারে অংশগ্রহণ করার চেয়ে আমি বরং ধরাপৃষ্ঠ থেকে বিলুপ্ত হয়ে যেতে রাজী আছি।

·         একমাত্র স্বাধীন ও মুক্ত মানবই নব নব আবিস্কার ও চিৎপ্রকর্ষ বিধায়ক সৃষ্টিকার্যে সক্ষম, এবং এই সব আবিস্কার ও সৃষ্টি আমাদের আধুনিক মানব সমাজের অস্তিত্বকে সার্থক করে তুলেছে।


জাঁ পল সার্ত্র

·         নীতি ধর্মের মত সাহিত্যকেও সর্বজনীন হতে হবে। অর্থাৎ লেখককে সংখ্যাগরিষ্ঠের পক্ষে, দু-শ কোটি উপবাসী মানুষের পক্ষে দাঁড়াতে হবে যদি তিনি চান সকলের সঙ্গে তাঁর আলাপ জমে উঠুক, সকলে তাঁর লেখা পড়ুক।

·         এটা কারও বিশ্বাস করা উচিৎ নয় যে সহজে যা হজম করা যায় সাধারণ পাঠক শুধু তাই পড়তে চায়।


বের্টোল্ড ব্রেখ্‌ট

·         মানুষ যা তা থেকে আমাদের যাত্রা নয়, মানুষকে গড়ে-পিটে তোলাতেই আমাদের যাত্রা।


হাওয়ার্ড ফাস্ট

·         সত্যের স্বরূপ নির্ণয়ের পূর্বে লেখককে দিক বেছে নিতে হবে। সত্য ... পক্ষপাত গ্রস্ত, সে নিরপেক্ষ নয়।


রোজার গারোদি

·         নতুন মানুষ ছাড়া নতুন শিল্প সৃষ্টি সম্ভব নয়।

লুই আরাগঁ

·         আমার গান চলবে, সেও তো নিরস্ত্র মানুষের একটা অস্ত্র, কারণ সে মানুষেরই গান, যার পক্ষে জীবনই যথেষ্ট প্রেরণা। আমি গাই, কারণ ঝড়ের সে শক্তি নেই যে সে আমার গানকে ডুবিয়ে দেয়, আর কাল যদি তোমরা তাই করো, তাহলে আমার প্রাণও কিন্তু নিও; গান আমার চললো অনির্বাণ।


আই. পি. পাভলভ

·         ... কোন কিছুই স্থির বা অপরিবর্তনীয় নয় ... ভালোর দিকে সব কিছুই বদলানো যায়, যথাযথ পরিবেশে সব কিছুরই ... সংশোধন সম্ভব।


জর্জ বার্ণার্ড শ

·         শিল্পের জন্য শিল্প কথাটি আসলে অর্থের জন্য সাফল্য কথাটিরই রকমফের। মহৎ শিপ্লের সৃষ্টি তার নিজের জন্য জন্য কখনই নয়।


পল রোবসন

·         কেবলমাত্র যখন আমি মার্কস ও লেনিনের শিক্ষার সঙ্গে পরিচিত হই, তখনই খুঁজে পাই সেই দার্শনিক চাবিকাঠি আমার জীবনের পথপ্রদর্শক হিসেবে যা কাজ করেছে।


আন্তনিও গ্রামশি

·         নতুন সংস্কৃতি সৃষ্টির অর্থ কেবল কতিপয় ব্যক্তি কর্তৃক মৌলিক আবিস্কার নয়; তাছাড়াও তার বিশিষ্ট অর্থ হলো, ... আবিস্কৃত সত্য সমূহের সামাজিকীকরণ ... যাতে তা জীবন্ত কর্মের ভিত্তি হতে পারে, যাতে তা ... পরিণত হয় চিন্তার ও নৈতিক জীবনের উপাদানে ...।


পাবলো পিকাসো

·         আমি কিছু খুঁজে বেড়াইনা। আমার কাজ শুধু আমার ছবিতে যথাসম্ভব মানবতা এনে দেওয়া।


নিকোলাই অস্ত্রোভ্স্কি

·         মানুষের প্রিয়তম সম্পদ তাহার জীবন, মাত্র একবারের জন্যই সে এই সম্পদের অধিকারী হয়। তাই সে এমনভাবে বাঁচিবে যাহাতে কাপুরুষের মতো অতিবাহিত তুচ্ছ বিগত জীবনের চিন্তায় সে যেন লজ্জায় ম্রিয়মান না-হয়, উদ্দেশ্যহীন অতীত জীবনের কথা স্মরণ করিয়া সে যেন না দুঃখে পীড়িত হয়; এমনভাবে সে বাঁচিবে যাহাতে মৃত্যুর সময় সে এই কথা বলিতে পারে, পৃথিবীতে সর্বোত্তম আদর্শ মানবজাতির মুক্তিসংগ্রামের জন্য আমি আমার সমগ্র জীবন ও সমগ্র শ্রম নিয়োগ করিয়াছি।


No comments:

Post a Comment