বিভিন্ন অঙ্কন

মুখাবয়ব | দেহাবয়ব | দেহ পর্যবেক্ষণ | প্রকৃতি | মনের খেয়ালে | অন্যান্য





অরুণাচল বসুর কবি-পরিচিতি, গদ্যকার ও সংগঠক সত্ত্বার পিছনে প্রায়শই অনুল্লেখিত থেকে যায় তাঁর শিল্পীসত্ত্বা। বেশ কিছু গ্রন্থের প্রচ্ছদ তিনি নিজে করেছেন। তাঁর খাতাপত্রে, বিভিন্ন সাদা বা লিখিত পাতায় পাওয়া গেছে তাঁর নিজের হাতে করা প্রচুর ড্রয়িং। কখনো পেনসিলে, কখনো কলমে, রঙে-তুলিতে বিভিন্ন মাধ্যমে করা তাঁর যে সব হাতে আঁকা ছবির সন্ধান পাওয়া গেল তা সাজিয়ে রাখা হল এখানে। কারিগরি সহায়তা ছাড়া, অর্থাৎ কোনো ফটোশপ বা ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে পুনর্নবীকরণ করার চেষ্টা না করে শুধুমাত্র পাঠক-দর্শকের জানার ও দেখার উদ্দেশ্যে স্ক্যান করা ছবিগুলোকে আপলোড করা হল। যে ছয়টি বিভাগে ছবিগুলো বিন্যস্ত করা হল - মুখাবয়ব, দেহাবয়ব, দেহ পর্যবেক্ষণ, প্রকৃতি, মনের খেয়ালে, অন্যান্য - সেগুলি সম্পূর্ণ আমাদের ধারণা মতে। এ বিষয়ে পণ্ডিতেরা অন্য বিন্যাসক্রমের উপদেশ দিলে তা সাদরে বিবেচিত হবে।

No comments:

Post a Comment