কৃতজ্ঞতা



কবি অরুণাচল বসু সম্পর্কিত এই ব্লগটি তৈরির নেপথ্যে যাঁদের অবদান অনস্বীকার্য, তাঁদের সকলের জন্য রইলো আন্তরিক কৃতজ্ঞতা। এরই মধ্যে বিশেষ ভাবে উল্লেখযোগ্য :

১) স্ক্যানিং করা তথ্যাদি প্রসেসিং-এ সহায়তা করেছেন : শ্রী নির্জন সেন, শ্রী তাপস নাথ, শ্রী সৌমেন বেরা এবং কবির পৌত্র শ্রী অভিজ্ঞান বসু

২) যাঁরা তাঁদের লেখা ব্লগে রাখার অনুমতি দিয়েছেন : শ্রীমতী নীলিমা ঘোষাল, শ্রী পার্থজিৎ গঙ্গোপাধ্যায় এবং শ্রী শ্রীকুমার গঙ্গোপাধ্যায়।

৩) যাঁদের সৌজন্যে চিঠিপত্র, বিভিন্ন পত্রিকা, পত্রিকার অংশবিশেষ বা বইয়ের অংশবিশেষ এই ব্লগে রাখা গেছে : শ্রী অনিলেন্দু ভট্টাচার্য ও পরিচালন সদস্যবৃন্দ নতুন সংস্কৃতিঅভিজ্ঞান পত্রিকা; শ্রী দ্বিজেন ঘোষ ও পরিচালন সদস্যবৃন্দ মুখর পত্রিকা; শ্রী মানবেন্দু রায় ও পরিচালন সদস্যবৃন্দ কবিওয়ালা পত্রিকা; শ্রী শ্যামলকান্তি দাশ ও পরিচালন সদস্যবৃন্দ নতুন কবি সম্মেলন পত্রিকা; শ্রী বাসুদেব মুখোপাধ্যায় ও পরিচালন সদস্যবৃন্দ মানবমন পত্রিকা; শ্রী তাপস ভৌমিক ও পরিচালন সদস্যবৃন্দ  কোরক পত্রিকা; ডঃ অশোক ভট্টাচার্য ও শ্রী অজয় কুমার সরকার – সাধনা’ পত্রিকা; পরিচালন সদস্যবৃন্দ  নতুন দিন’ পত্রিকা; সারস্বত লাইব্রেরী, পারুল প্রকাশনী, একুশে সংসদ এবং পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি।

৪) যে সমস্ত প্রকাশকের সৌজন্যে কবি অরুণাচল বসুর বিভিন্ন বই এই ব্লগে রাখা গেছে : লোক সাহিত্য প্রকাশনী, গ্রন্থজগৎ, সারস্বত লাইব্রেরী এবং নতুন সংস্কৃতি প্রকাশনা।

৫) যাঁদের সৌজন্যে নতুন সংস্কৃতি-র গান এই ব্লগে রাখা গেছে : পূরবী মুখোপাধ্যায়ের গান শ্রীমতী পূরবী মুখোপাধ্যায়, সিবিএস গ্রামোফোন রেকর্ডস অ্যান্ড টেপস (ইন্ডিয়া) লিঃ ও ডিজি ভিশন; এবং শ্রী দেবব্রত বিশ্বাসের গান (শ্রী অনাথবন্ধু দাসের ব্যবস্থাপনায়) হিন্দুস্তান রেকর্ডস ও প্রাইম মিউজিক।

৬) যাঁদের সৌজন্যে কবি অরুণাচল বসুর গান এই ব্লগে রাখা গেছে : শ্রী সুনীল মুখোপাধ্যায়ের সুরে শ্রীমতী পূরবী মুখোপাধ্যায়ের গাওয়া গান রূপ সমুদ্দুর টলমল টলমল সিবিএস গ্রামোফোন রেকর্ডস অ্যান্ড টেপস (ইন্ডিয়া) লিঃ ও ডিজি ভিশন; এবং শ্রী সলিল চৌধুরীর সুরে শ্রী দ্বিজেন মুখোপাধ্যায়ের গাওয়া গান শ্যামল নীলে নীল দেশ পরিবেশক : মিলেমিশে।

৭) এবং অবশ্যই শ্রী সোমনাথ দাশগুপ্ত, যাঁর ঐকান্তিক সদিচ্ছা ও সহযোগিতা ছাড়া এই ব্লগ কখনোই আত্মপ্রকাশ করতে পারত না।

No comments:

Post a Comment