নতুন সংস্কৃতি - সঙ্গীত বিভাগ : গান

 গান | অন্যান্য


'নতুন সংস্কৃতি'র যে সমস্ত গানের কথা জানা গেছে, তার বিস্তারিত তালিকা এখানে দেওয়া হ'ল এবং শেষে তালিকা অনুযায়ী রেকর্ড করা কিছু গানের লিংক দেওয়া হ'ল উৎসাহিদের জন্য (যে সমস্ত তথ্য পাওয়া যায়নি, তালিকায় সেই জায়গাগুলোকে ফাঁকা রাখা হয়েছে)

'নতুন সংস্কৃতি'র বিভিন্ন অনুষ্ঠানে যাঁরা গান গেয়েছেন, তাঁদের মধ্যে বিশেষ উল্লেখযোগ্য হলেন : হেমন্ত মুখোপাধ্যায়, সুবীর সেন, ধীরেন বসু, চিত্তপ্রিয় মুখোপাধ্যায়, দ্বিজেন মুখোপাধ্যায়, হৈমন্তী শুক্লা, শুচিতা দত্ত, সুমিত্রা সেন, খেয়া চট্টোপাধ্যায় প্রমুখ। এবং 'নতুন সংস্কৃতি'র শিল্পীদের মধ্যে ছিলেন : সুনীল মুখোপাধ্যায়, পূরবী মুখোপাধ্যায় (ভট্টাচার্য), অমিতাভ মুখোপাধ্যায়, গোপা রায়চৌধুরী, করবী মুখোপাধ্যায়, অনাথবন্ধু দাস প্রমুখ।
(বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে উপরে প্রদত্ত তালিকাটি তৈরি হলেও, ১২ ও ৬২ ক্রমাঙ্কের গানগুলির রচয়িতার নাম সঠিক নাও হতে পারে)


১) হে সূর্য! শীতের সূর্য


২) লেনিন ভেঙেছে রুশে


৩) এখনো আমার মনে


৫খ) এখানে বৃষ্টিমুখর লাজুক গাঁয়ে


৭) দৃঢ় সত্যের দিতে হবে খাঁটি দাম


১১) হে মহাজীবন, আর এ কাব্য নয়


১৪) জন্মে তাদের কিষাণ শুনি


১৫ক) কোথায় যাবে তুমি


১৫খ) কোথায় যাবে তুমি


১৭) জেনারেল, জেনারেল


২০) মেঘে মেঘে ঢ্যাম কুড় কুড়


২৫) নতজানু হয়ে


২৭) মহাসাগরের নামহীন কূলে


৩৩) ছুটির পড়ার চৌকাঠে কে


৩৬) আজকে ছোট দোলনাখানি


৩৯) প্রাচীর পত্রে পড়োনি ইস্তাহার


৪৪ক) কিছু রং দিও, রৌদ্রে আর আকাশে


৪৮) মা গো আমার বাংলা মা


৫৭) রূপ সমুদ্দুর টলমল টলমল




No comments:

Post a Comment